পরিবেশ রক্ষা নিয়ে পলিসি ফোরামের আলোচনা ফেসবুক লাইভ-এ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সারা বিশ্বেই পরিবেশ রক্ষা আন্দোলন বেগবান হচ্ছে।

উন্নত বিশ্বের এতোবছরের শিল্পায়নের কারনে যে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্ত হয়েছে, তার প্রধান শিকার হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো।

বাংলাদেশ প্যারিস চুক্তি ও টেকসই উন্নয়নে সম্মতি দান করে নিজেও এই বৈশ্বিক আন্দোলনের সামনের সারিতে অবস্থান নিয়েছে। এবছরের বিশ্ব তারুণ্য দিবসের মূল শ্লোগানও ছিল- টেকসই উন্নয়ন।

এরই মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র, ফুলবাড়ি, চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা ইত্যাদি আমাদের পরিবেশ আন্দোলনে ভিন্ন মাত্রা দিয়েছে।

তারই প্রেক্ষিতে আইআইডি ও এ্যাকশন এইড বাংলাদেশ একটি পলিসি ফোরামের আয়োজন করেছে বন্দরনগরী চট্টগ্রামে।

চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও আন্দোলন কর্মীগন এই ফোরামে অংশ নেন।

আপনি নিজেও এই আলোচনায় অংশ নিতে পারেন ফেসবুকের মাধ্যমে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।

শনিবার ২৭শে আগস্ট ২০১৬ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় আইআইডি-র ফেসবুক পেজ-এ সরাসরি অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করা হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও তারুণ্য দিবসের আলোকে সাজানো এই ফোরামে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়-

কীভাবে বড় ফ্যাক্টরিগুলিকে পরিবেশ বান্ধব হতে উৎসাহিত এবং বাধ্য করা যায়?

অপচয় কমানোর জন্য জনগণকে কিভাবে সচেতন করা যায়?

কীভাবে সর্বক্ষেত্রে বর্জ উৎপাদন হ্রাস (reduce),  পুর্নব্যবহার (reuse) ও পুর্নব্যবহার-উপযোগী (recycle) ও করা যায়?

অংশনিন আইআইডি-র ফেসবুক পেজ-এ- https://www.facebook.com/iidbd/

Related Posts

No results found.